স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাল্গুনী দাসকে চবি হল প্রসাশনের হুমকি..
উল্লেখ যে গত ২৩ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা হল এ সদ্য এক্সটেনশন এ খোলা খালি রুমে ফাল্গুনী দাসের অনুসারিরা অবস্থান করে এবং সেটি হল প্রসাশনকে অবহিত করে। কিন্তু ছাত্রলীগের কর্মীদের হল এ অবস্থান করতে বাধা প্রদান করে হল প্রসাশন। পরবর্তীতে হল প্রসাশনের উস্কানীতে সংগঠন বহির্ভুত ছাত্রীরা অবস্থানরত ছাত্রীদের উপর হামলা করে। এক পর্যায়ে অবস্থানরত ছাত্রীদের আনুসাংগিক জিনিস পত্র বাহিরে ফেলে দেয়। তৎক্ষনাৎ সংগঠন এর কর্মীরা অবস্থান জোড়ালো করে এবং তাদেরকে এমন কার্যকলাপ এর জন্য প্রশ্ন বিদ্য করে। প্রতি উত্তরে সংগঠন বহির্ভুত ছাত্রীরা নিজেদের অবস্থান ত্যাগ করে। ছাত্রলীগের কর্মীরা রুমে প্রবেশ করে জিনিসপত্র স্ব অবস্থানে রেখে রুম এ তালাবদ্ধ করে হল থেকে বেরিয়ে পরে। কিছুক্ষন পরে এক্সটেনশন এর হাউসটিউটর কান্তা অন্যান্য শিক্ষকবৃন্দ মিলে সেই রুমের তালা ভেঙ্গে ফেলে এবং পুনরায় তাদের জিনিসপত্র নষ্ট করে ফেলে। বিশ্ববিদ্যালয় প্রসাশন উক্ত সংগঠন এর ছাত্রীদের বিভাগীয় শিক্ষকদের কাছে তাদের সম্পর্কে বাজে মন্তব্য করেন এবং তাদেরকে ব্যাক্তিগত হেনস্তা করে এবং তাদেরকে হল থেকে বেরিয়ে যাওয়া জন্য হুমকি প্রদান করেন। উক্ত ছাত্রীবৃন্দে মধ্যে রয়েছে,
ফারিয়া নানজিবা (২০-২১ সেশন, দর্শন বিভাগ)
জান্নাতুল ফেরদৌস (২০-২১ সেশন, সোসিওলোজি)
ফাল্গুনী বিশ্বাস দূর্গা (২০-২১ সেশন, দর্শন বিভাগ)
জয়ীতা জাফরিন (১৯-২০ সেশন, ইতিহাস)
ফোজিয়া আক্তার ( ১৫-১৬ সেশন, গনিত বিভাগ)
পাঁপড়ি (১৯ -২০ সেশন, ইতিহাস) সহ আরো অনেকে।
আপডেট বার্তা24 এ প্রকাশিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Buen post. Es el mejor momento para hacer algunos planes para el futuro y es hora de ser feliz. He leído esta publicación y, si pudiera, deseo sugerirle algunas cosas o sugerencias interesantes. Definitivamente me gustó mucho y lo guardé como favorito para buscar nueva información en su sitio.
To the updatebarta24.com owner, Your posts are always well-cited and reliable.