বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচ আসরে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার মধ্য দিয়ে এই কৃর্তী গড়েন রোনালদো।
এতদিন চারটি আসরে গোল করে পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির পাশে ছিলেন রোনালদো।
কাতারে বিশ্বকাপের চলতি আসরে বৃহস্পতিবার গোল করে তাদের সবাইকে ছাড়িয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার উঠে গেলেন নতুন উচ্চতায়।
আপডেট বার্তা24 এ প্রকাশিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
To the updatebarta24.com admin, Thanks for the well-researched and well-written post!