স্টাফ রিপোর্টার: দুর্ঘটনাকে পুজি করে অর্থ দাবি ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদে সদর উপজেলার তালতলা ঈদগাহ প্রাঙ্গণে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে মাগুরা গ্রামের আশরাফ আলী বিশ্বাসের ছেলে আহসানউল্লাহ ও হাবিবুল্লাহর বিরুদ্ধে সহস্রাধিক গ্রামবাসীর অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মেম্বর মজিবর রহমান টুটুল, মৎস্য চাষী কামরুজ্জামান, ইজিবাইক চালক জহর আলী, স্থানীয় মুরুব্বি নূর ইসলাম, ব্যবসায়ী আবু জাহিদ, আতিয়ার রহমান, মোরশেদ আলম, গাজী রহমানসহ আরও অনেকে। মানববন্ধনে তারা বলেন, গত ৯ নভেম্বর সন্ধ্যায় তালতলা সিএন্ডবি মসজিদে মাগরিবের নামাজ শেষে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অসাবধানতায় পার হতে যেয়ে দূর্ঘটনার শিকার হন মাগুরা এলাকার গ্রাম ডাক্তার আশরাফ আলী। এতে তিনি মারাত্মক আহত হন এবং তার পা ভেঙে যায়। স্থানীয় কামরুজ্জামানসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর নগরঘাটা এলাকার মোটরসাইকেল চালক সুভাসের তেমন কোন দোষ না থাকার পরও চিকিৎসাবাবদ তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে আহত গ্রাম ডাক্তার আশরাফকে দেন। তবে আশরাফের মাদকাসক্ত ছেলে আহসানউল্লাহ ও হাবিবুল্লাহ সুবাসের কাছে দুই লাখ টাকা দাবি করেন। এতে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা প্রতিবাদ জানালে আশরাফের ছেলেরা ওই মটরসাইকেল চালকসহ স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে আশরাফ আলী বিশ্বাসের ছেলে আহসানউল্লাহ ও হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা দুই সহদর নারীলোভী ও মাদকাসক্ত। ঘৃণীত কর্মকান্ডের কারনে কয়েক বছর আগে নিজ জন্মভূমি কলারোয়ার কেড়াগাছি ইউনিয়ন থেকে তাদের তাদের বিতাড়িত করেন স্থানীয় গ্রামবাসী। স্থানীয় ইউপি সদস্য নজিবুল হক টুটুল উপস্থিত হয়ে মানববন্ধনে বলেন, আশরাফের দুই পুত্রের এহেন কাজের জন্য আমরা চরম লজ্জিত এবং আতঙ্কগ্রস্থ। কোনোকিছু হলেই তারা মামলার ভয় দেখায়। তারা মাদকাসক্ত। তাই এহেন কাজের জন্য অবশ্যই আইনের আওতায় এনে সামাজিকভাবে এলাকাবাসী সহ যাদের নামে সংবাদ প্রকাশ করে সম্মানহীন করেছে তার সুষ্ঠু বিচার হোক সেটাই প্রত্যাশা করি।
আপডেট বার্তা24 এ প্রকাশিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Link exchange is nothing else but it is just placing the
other person’s webpage link on your page at proper place and other person will also do same in support of you.
I am sure this paragraph has touched all the internet people,
its really really fastidious paragraph on building
up new weblog.
I’m truly enjoying the design and layout of your website.
It’s a very easy on the eyes which makes it much more enjoyable for me to come here and visit more often. Did you hire out
a developer to create your theme? Excellent work!