নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে দীর্ঘ ১১ বছর মানসিক ভারসাম্যহীন এক নারীকে লালন-পালন করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের আসাদুজ্জামান রনি। এবছর শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ভাইরাল হওয়া সেই রনি এবার স্বতন্ত্র প্রার্থীর চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আসন্ন ইউপি নির্বাচনে ৩য় তফসিল অনুযায়ী উপজলার ভাড়রা ইউনিয়ন ব্যাতিত বাকি ১১ টি ইউনিয়নে ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ১০নং ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটোরিক্সা প্রতীক (স্বতন্ত্র) নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসাদুজ্জামান রনি।
ইউনিয়ন ঘুরে দেখা যায়, হাট-বাজার, চায়ের দোকান ও ইউনিয়েন প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসাদুজ্জামান রনি ও তার সমর্থকগণ।
নির্বাচনী প্রচারণার সময় ধাুবড়িয়া তেরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান রনি বলেন, আসলে কোনদিন চেয়ারম্যান প্রার্থী হব সেটা কল্পনা করিনি, ইউনিয়নের সাধারণ জনগণ আমাকে ভালবেসে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে। এরজন্য আমিও অটোরিক্সা প্রতীকের বিজয়ের লক্ষে কাজ করে যাচ্ছি।
Leave a Reply