গ্রাম পুলিশের ফোন পেয়ে উপজেলার মামুদনগর ইনিয়নের পূর্ব পাড়া গ্রামের চাঁন মিয়ার কাঠ বাগানের ইউকেলিপ্টাস গাছের সাথে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত ২৫ বছর বয়সী যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নাগরপুর থানার এসআই মো. আরফান খানের সাথে কথা বলে জানা যায়, ২৭ অক্টোবর বুধবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় গ্রাম পুলিশের ফোন পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও লাশের পরিচয় ও পরিবার পরিজনের খোঁজ নেয়ার চেষ্টা অব্যহত রয়েছে।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধারকারী এসআই মো. আরফান খান ও তার সঙ্গীয় পুলিশ দলের সাথে কথা বলে জানা যায়, অজ্ঞাত নামা ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করার প্রস্তুতি চলছে। এছাড়াও লাশের পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply