টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধবিড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান। গতকাল ২৪শে অক্টোবর (রবিবার) কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে প্রাপ্ত এক নোটিশে এই তথ্য নিশ্চিত হয়েছেন প্রার্থী সহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা। নৌকা মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে ইউনিয়নে জনসাধারণদের মধ্যে ব্যাপক উল্লাস লক্ষ্য করা যায়। তৃণমূল আওয়ামী রাজনীতি থেকে উঠে আসা জনবান্ধব ত্যাগী এই নেতার পুরো ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
এলাকাবাসী জানান তরুণ প্রজন্মের অহংকার এই নেতাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত হয়েছি। তিনি যেন পূর্বের মত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারে সে কামনা করি।
নৌকার প্রতীক পেয়ে মতিয়ার রহমান বলেন বিগত বছরগুলোর মত আমি অসহায় মেহেনতী মানুষের জন্য কাজ করে যাব।
নৌকার মনোনয়ন পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় আতশবাজি জ্বালিয়ে আনন্দ উল্লাস করছে অনেকেই।
Leave a Reply