নিউজ ডেস্কঃ
ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১২ মার্চ) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সেখানে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ভোর সাড়ে ৪টায় ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের (ফ্রি স্কুল স্ট্রিট) ওই হোটেলে আগুন লাগে। দোতলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে।
হোটেলটির এক কর্মী জানান, প্রথমে রিসিপশনে (অভ্যর্থনা কক্ষ) আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য কক্ষে। এসময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। একে একে অন্তত ১০ থেকে ১২টি কক্ষে পুড়ে যায়। ওই সব কক্ষে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। সেখান থেকে শামীমাতুল আরশ (৬০) নামের এক বৃদ্ধা ছাড়া সবাইকে সরিয়ে নেওয়া হয়। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
এছাড়া দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার নাম মেহতাব আলম (৪২)।
হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
আপডেট বার্তা24 এ প্রকাশিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
They are consistent with a two hit model in which damaged myelin OLGs require a second microglial dependent mechanism to undergo removal lasix classification PMC free article PMC3056544 PubMed 21159657
Sağlıklı ve güvenli bir cinsel hayat
için cinsel sağlık ürünleri, aradığınız cinsel sağlık ürün çeşitleri uygun fiyatlar & kampanya fırsatlarıyla.