নিজস্ব প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধা ভরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’২২। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে অনলাইন নিউজ পোর্টাল আপডেট বার্তা টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাকপার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পন করা হয়।
আপডেট বার্তা টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এড: তামিম আহমেদ সোহাগ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা মীর শাহীন, আপডেট বার্তা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শেখ ইলিয়াস হোসেন (রুবেল)ও প্রকাশক ফয়সাল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক রোহান আশিক, প্রমুখ।
আপডেট বার্তা24 এ প্রকাশিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply