নিউজ ডেস্কঃ
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অনুর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। ফাইনালের আগে সাতক্ষীরা ও দেশবাসীর কাছে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাট্রিক করা সাতক্ষীরার মেয়ে আফঈদা খন্দকার প্রান্তি ও বাংলাদেশ দলের জন্য দোয়া চেয়েছেন দৈনিক আলোর যাত্রা’র সম্পাদক ও সাতক্ষীরার সমানধণ্য প্রতিষ্ঠান ম্যাপ বাংলাদেশ’র সিইও মেহেদী হাসান রনি ও সাতক্ষীরা জেলা আ’লীগের সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কন্ঠশিল্পী শামিমা পারভীন রত্না এবং ম্যাপ বাংলাদেশ’র মার্কেটিং ডিরেক্টর ও জনপ্রিয় নিউজ পোর্টাল আপডেট বার্তা২৪ এর প্রকাশক ফয়সাল আহম্মেদ।
সাতক্ষীরা সুলতানপুরের কৃতি সন্তান আফঈদা খন্দকার প্রান্তি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরা দম্পতির ছোট মেয়ে।
দৈনিক আলোর যাত্রা’র ও সাতক্ষীরার সমানধণ্য প্রতিষ্ঠান ম্যাপ বাংলাদেশ’র সিইও মেহেদী হাসান রনি বলেন প্রান্তির বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স সাতক্ষীরাতে ফুটবলের উন্নতির জন্য অনেক কষ্ট করে যাচ্ছেন। মেয়েরা যেন পিছিয়ে না থাকে তার জন্য তিনি নিজের মেয়েদের ফুটবলে এনেছেন কারণ সারা দেশে মেয়েরা এগিয়ে গেলেও এখন সাতক্ষীরার মেয়েরা অনেক পিছিয়ে।
আপডেট বার্তা24 এ প্রকাশিত কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Leave a Reply